কালের খবরঃ গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাত গাড়ী কেড়ে নিল এক ইমামের প্রাণ। বৃহস্পতিবার (১৯ মে) ভোর রাত সাড়ে ৪টার দিকে ঢাকা -খুলনা মহাসড়কের কাশিয়ানীর দুলাল শাহ বাসস্ট্যান্ডের কাছে এই ঘটনা ঘটে। নিহত ইমাম মাজড়া গ্রামের মৃত-ফজর আলীর ছেলে হাফেজ মনসুর আহমেদ মিন্টু (৫৫)। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে,পাশের গ্রাম ছোটখারকান্দি পশ্চিম পাড়া জামে মসজিদের ইমাম ছিলেন মনসুর আহমেদ। তিনি বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজ পাড়ানোর জন্য বাড়ি থেকে মহাসড়ক দিয়ে মসজিদের দিকে যাচ্ছিলেন। মহাসড়ক অতিক্রম করার সময়ে অজ্ঞাতনামা একটি গাড়ী তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। সকাল ছায়টার দিকে স্থানীয়রা রাস্তায় উপর তার লাশ পড়ে থাকতে দেখে কাশিয়ানী থানা ও হাইওয়ে পুলিশে খবর দিলে ভাংগা হাইওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। পরে সুরাতহাল শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে।#
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply