কালের খবরঃ
গোপালগঞ্জে গোলাম মাসুদ মৃধা নামে এক ভুয়া ডাক্তারকে গ্রেপ্তার করে এক বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে এগারোটার দিকে গোপালগঞ্জ শহরের কলেজ মসজিদ রোডের সিটি ডায়গনস্টিক সেন্টার থেকে এ ভূয়া ডাক্তারকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক ও সদর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোঃ মামুন খান-এর নেতৃত্বে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ কার্যক্রম প্রতিরোধে এ অভিযান পরিচালনা করা হয়।
গোলাম মাসুদ মৃধা দীর্ঘদিন ধরে চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ পরিচয় দিয়ে ঐ ডায়গনস্টিক সেন্টারে রোগী দেখে আসছিলেন। ভ্রাম্যমান আদালত তার কাগজপত্র দেখতে চাইলে তিনি বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন।যা বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর পরিপন্থি।ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় গোপালগঞ্জ বিএমএ-এর প্রতিনিধি এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাথে ছিল।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply