কালের খবরঃ
গোপালগঞ্জ সদর উপজেলার লতিফপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সম্মেলনে মোঃ সোয়েব উদ্দিন মোল্লাকে সভাপতি ও মোঃ সেলিম খানকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট লতিফপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সহসভাপতি হিসেবে কিবরিয়া খান, মোঃ রিপন মোল্লা, হানিফ মোল্লা।যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মোঃ সাগর খান,রিয়াজুল খান সবুজ,মোঃ সোহাগ মোল্লা পলু ও সাংগঠনিক সম্পাদক উজ্জল খানের নাম ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ নভেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
রোববার(২অক্টোবর) বিকেলে ঘোষেরচর উত্তরপাড়া গাবতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মোল্লা।
সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মহসিন উদ্দিন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সদর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাফফর এইচ নান্নু, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান, লতিফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কায়ুম আলী মোল্লা, সাধারন সম্পাদক এস্কেন্দার আলী মোল্লা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সদস্য রুনা লায়লা, জেলা স্বেচ্ছা সেবকলীগের যুগ্ম-আহবায়ক নুরুল ইসলাম আব্বাস, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুল আজিজ খান প্রমূখ।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply