কালের খবরঃ
তেল উৎপাদন বৃদ্ধি ও আমদানী নির্ভরতা কমাতে সফল পাঁচ তেলবীজ উৎপাদনকারী চাষীকে পুরস্কৃত করা হয়েছে। গোপালগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই পুরস্কার দেন।
তেল ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মঙ্গলবার (১৭মে) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলা হল রুমে কৃষকদের হাতে সনদপত্র ও নগদ অর্থ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. অরবিন্দু কুমার রায়।
গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা সঞ্জয় কুমার দাসের সভাপতিত্বে এ অনুষ্ঠানে জেলা বীজ প্রত্যয়ণ কর্মকর্তা এনামুল হক, এডিডি মোছাঃ রিনা খাতুন, গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সেকেন্দার শেখ, কৃষক মোল্লা সিকান্দার আলী,হোসনে আরা বেগমসহ প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলার ৫ উপজেলার ১৩০ জন কৃষক অংশ নেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply