কালের খবরঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা করেছে উপজেলা আওয়ামী লীগ। মঙ্গলবার (১৭ মে) দুপুরে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা সদর ঈদগাহ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত।
সভার প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সহ–সভাপতি আশরাফ আলী আশু মিয়া। যুগ্ম–সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান মিয়া, সহ–সভাপতি শ্যামল কান্তি বোস, যুগ্ম–সম্পাদক মহিউদ্দীন আহমেদ মুক্তু মুন্সী, সিরাজুল ইসলাম মিয়া, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন মোল্যা, মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কাবির মিয়া, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, সহ–প্রচার সম্পাদক কৃষিবিদ শাহাদৎ হোসেন মুন্সী, পৌর আওয়ামী লীগ নেতা নাইমুল হাকিম জুম্মান, শাহিন মিয়া, উপজেলা শ্রমীক লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাওন আশরাফ বোরহান প্রমুখ।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply