বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ
বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে যথাযথ গুরুত্ব প্রদান, গবেষণার সুযোগ-সুবিধা সৃষ্টি এবং উচ্চশিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে ২০১১ সাল থেকে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসা গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন পরে আরও একজন অধ্যাপক পেয়েছে।
রবিবার (১১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ মোরাদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশ অনুযায়ী গত ১০ সেপ্টেম্বর (শনিবার) অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ৩১ তম সভায় ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শেখ আশিকুর রহমান প্রিন্সকে অধ্যাপক হিসেবে পদোন্নতি করা হয়৷
এব্যাপারে অধ্যাপক ড. শেখ আশিকুর রহমান প্রিন্স বলেন, দীর্ঘদিনের প্রত্যাশা আজ পূরণ হয়েছে। এজন্য শিক্ষার্থী, সহকর্মী, উপাচার্য সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এসময় তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
এছাড়াও উক্ত রিজেন্ট বোর্ডের সভায় আরও ১০ জন শিক্ষককে পদোন্নতি প্রদান করা হয়৷ তারা হলেন, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ হাবিবুর রহমান, ফার্মেসি বিভাগের সহকারী মোহাম্মদ আলী খান, সহকারী অধ্যাপক ড.রেজিনা রউফ, সহকারী অধ্যাপক আবুল বাশার রিপন খলিফা, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ড.মোহাম্মদ কামাল হোসেন, সহকারী অধ্যাপক এস.এম.নাসিম আযাদকে সহযোগী অধ্যাপক পদে এবং সিএসি বিভাগের প্রভাষক মলয় কুমার দেবনাথ, ফারুক হোসেন, সাকিফা আকতারকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করা হয়৷
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply