কোটালীপাড়া প্রতিনিধিt
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাংলাদেশ পারস্পরিক শিখন প্রতিষ্ঠানিকীকরণ প্রকল্পের আয়োজনে ও গোপালগঞ্জ জেলা প্রশাসন, সুইজারল্যান্ড সরকার এবং প্রিপ-ট্রাস্টের সহযোগিতায় এইচএলপি নেটওয়ার্ক এবং জেন্ডার মেইনস্ট্রিমিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৩সেপ্টেম্বর) কোটালীপাড়া উপজেলার বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড) হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য আরমা দত্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালাটির উদ্বোধন করেন।
গোপালগঞ্জের ডিডিএলজি মোঃ আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বাপার্ডের মহাপরিচালক সৈয়দ রবিউল আলম, গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা বক্তব্য রাখেন।এ ছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ পারস্পরিক শিখন প্রতিষ্ঠানিকীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ ইসরাত হোসাইন খান ভার্চুয়ালের মাধ্যমে বক্তব্য রাখেন।
প্রধান অতিথি আরমা দত্ত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়ণ ও উন্নয়নের ধারা বিশ^ দরবারে পৌছে দিয়েছেন। এ দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে নারী-পুরুষকে হাতে হাত রেখে কাজ করতে হবে।
কর্মশালায় স্থানীয় সরকারের যুগোপযোগীসহ বিভিন্ন উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ কর্মকান্ডের পারস্পরিক শিখন ও পুণঃ অনুশীলনের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করা হয়। কর্মশালাটিতে গোপালগঞ্জ জেলার ৫টি ও মাগুরা জেলার ৪টি উপজেলার জনপ্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply