কালের খবরঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বিসিএস ট্যাকসেশন এসোসিয়েশনের নেতৃবৃন্দ শ্রদ্ধাজ্ঞাপন করেছেন।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সংগঠনের সভাপতি কর কমিশনার মো. ইকবাল হোসেন এবং মহাসচিব অতিরিক্ত কর কমিশনার মোহাম্মদ মাহমুদুজাজমানের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরে তারা জাতির পিতা ও তাঁর পরিবারের শাহাদাত বরণকারী সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া এবং অন্যান্য সদস্যদের মঙ্গল কামনা করা হয়।
এ সময় সংগঠনের সভাপতি ও মহাসচিব বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে বিসিএস কর ক্যাডারের কর্মকর্তাগণ সর্বদা অবদান রেখে চলেছেন।
তারা আরো বলেন, করোনাকলেও কর আহরন অব্যাহত রেখে দেশের রাজস্ব সংগ্রহ স্হিতিশীল রাখতে কর ক্যাডারের কর্মকর্তাদের অবদান অনস্বীকার্র্য। প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নত বাংলাদেশ বিনির্মানে কর বিভাগ অতীতের ন্যায় সদা প্রস্তুত থাকবেন বলেও জানান তারা।
পরে বাংলাদেশ ট্যাক্স ল-ইয়ার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
এসময় সংগঠনের সভাপতি ও বাংলাদেশ আওয়ামী কর আইনজীবী লীগের সভাপতি সাবেক সাংসদ অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন, মহাসচিব অ্যাডভোকেট মো. খোরশেদ আলমসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply