কালের খবরঃ
লাইসেন্স না থাকার দায়ে গোপালগঞ্জে শিকদার অর্থিণ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার এবং সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের মালিককে দেড় লাখ টাকা জরিমানা এবং এক ভূয়া ডাক্তারকে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার ( ৮সেপ্টেম্বর) বিকেলে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ মামুন খান এ সাজা ও জরিমানা প্রদান করেন ।
ভ্রাম্যমান আদালতের বিচারকমোঃ মামুন খান জানিয়েছেন,জেলা শহরের সদর হাসপাতাল এলাকায় অভিযান চালানো হয়। এসময় ওই এলাকার সেতু ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে মাহামুদুল আলম বাবুল নামে এক ভূয়া ডাক্তারকে আটক করা হয়। পরে ওই ডাক্তারের বৈধ কোন কাগজ পত্র না থাকায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এবং বৈধ কাগজপত্র না থাকায় শহরের শিকদার অর্থিণ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার এবং সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের মালিককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
Design & Developed By: JM IT SOLUTION