কালের খবরঃ
গোপালগঞ্জে অভিযান চালিয়ে খাদ্যদ্রব্যে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিষিদ্ধ অ্যামোনিয়া ব্যবহার ও মূল্য তালিকা না টাঙ্গানোর দায়ে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর))সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গোপালগঞ্জের সহকারী পরিচালক শামীম হাসান এ জরিমানা করেন।সহকারী পরিচালক শামীম হাসান বলেন, কোটালীপাড়া উপজেলার ঊনশিয়া ও পারকোনা বাজারে অভিযান চালানো হয়। এসময় ঊনশিয়া বাজারের একটি বেকারীতে উৎপাদিত খাদ্যপণ্যে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিষিদ্ধ অ্যামোনিয়া ব্যবহার কারার দায়ে বেকারীর মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়া পারকোনা বাজারে একটি দোকানে মূল্য তালিকা না থাকায় ওই প্রতিষ্ঠানকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply