কালর খবরঃ
গোপালগঞ্জে ৭ হাজার ২০০ পরিবার ৩০ টাকা কেজি দরে ওএমএসের চাল কিনতে পারবে। ২৫ জন ডিলারের মাধ্যমে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর)থেকে গোপালগঞ্জ সদর, মুকসুদপুর, টুঙ্গিপাড়া, কোটালীপাড়া পৌরসভা ও কাশিয়ানী উপজেলা সদরে এই চাল বিক্রি শুরু হবে।বুধবার (৩১ আগস্ট) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রেস কনফারেন্সে এই তথ্য জানান।
জেলা প্রশাসন ও জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় আয়োজিত এই প্রেস কনফারেন্সে জেলা প্রশাসক আরো বলেন, টিসিবি ও পরিবার কার্ডধারীরা মাসে ২ বার ৫ কেজি করে চাল ক্রয় করতে পারবেন। চালের বাজার নিয়ন্ত্রণে সরকার এই উদ্যোগ নিয়েছে। সরকারি ছুটির দিন ব্যতিত প্রতিদিন এই ২৫ জন ডিলারের মাধ্যমে ঘুরেফিরে ৩৬ মেট্রিকটন চাল বিক্রি করা হবে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) শহীদুল্লাহ জানান, গোপালগঞ্জে পৌরসভায় ১২ জন, টুঙ্গিপাড়া পৌরসভায় ৪ জন, কোটালীপাড়া পৌরসভায় ৪ জন, মুকসুদপুর পৌরসভায় ৩ জন ও কাশিয়ানী সদর ইউনিয়নে ২ জন ডিলার রয়েছে। সে হিসেবে প্রতিদিন গোপালগঞ্জ পৌরসভায় ২ হাজার পরিবার, টুঙ্গিপাড়া পৌরসভায় ১ হাজার ৬০০ পরিবার, কোটালীপাড়া পৌরসভায় ১ হাজার ৬০০ পরিবার, মুকসুদপুর পৌরসভায় ১ হাজার ২০০ পরিবার ও কাশিয়ানী সদর ইউনিয়নে ৮০০ পরিবারের কাছে এই চাল বিক্রি করা হবে।
এ সময় গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মোঃ রাশেদুর রহমান সহ গোপালগঞ্জে কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply