
কালের খবরঃ
সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নিরাপদে যানবাহন চলাচল আন্দোলনের দুই দিনের মাথায় উচ্ছেদ অভিযান করে অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলা হয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান চালানো হয়। মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে শুরু হওয়া উচ্ছেদ অভিযানে গোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকার আশপাশে গড়ে ওঠা প্রায় অর্ধশত অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। পর্যায়ক্রমে ওই মহাসড়কের চন্দ্রদিঘলীয়া, বিজয়পাশা, ফুকরাসহ যেসব বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ স্থাপনা গড়ে উঠেছে সেগুলোও উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী কুমারেশ বিশ্বাস।

অভিযানে গোপালগঞ্জ সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী কুমারেশ বিশ্বাস, নিার্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন সাহা, উপ-সহকারী প্রকৌশলী মোঃ কামরুজ্জামান, মোঃ শিবলী সাদিক, সার্ভেয়ার মোঃ মামুনসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জাহিদ হোসেন বলেছেন, মহাসড়ক যান চলাচলের জন্য, কারো ব্যবসা প্রতিষ্ঠান খোলার জন্য নয়। তাই মহাসড়কে নিরাপদ যান চলাচল নিশ্চিত করতে আমাদের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য গত ২৪ আগস্ট গোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় পিকআপ, থ্রিহুইলার ও মোটরসাইকেলের ত্রিমূখী সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। এরই জেরে গত ২৭ আগস্ট গোপীনাথপুর গ্রামের মানুষ ঢাকা খুলনা মহাসড়কের গোপীনাথপুর অংশে সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবীতে আন্দোলনে নামে। তারা সড়কের উপর আগুন জ্বালিয়ে প্রায় দেড়ঘন্টা বিক্ষোভ করে । পরে জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহসীন উদ্দিন দুই দিনের মধ্যে উচ্ছেদের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় গ্রামবাসী। পরে যানবহন চলাচল স্বাভাবিক হয়।
Design & Developed By: JM IT SOLUTION