
কালের খবরঃ
গোপালগঞ্জ-২ আসন (সংসদীয় আসন ২১৬)-এ ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সমর্থনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী শুয়াইব ইবরাহীম জেলার উন্নয়ন ইশতেহার ঘোষণা করেছেন।
আজ সোমবার দুপুরে বিসিক জেলা শহরের ব্রিজ এলাকায় নির্বাচনী প্রধান কার্যালয়ে তিনি এ ইশতেহার ঘোষণা করেন।
ইশতেহার ঘোষণার আগে শুয়াইব ইবরাহীম তাঁর বক্তব্যে বলেছেন, দেশের জনগণ যেভাবে চাইবে, সেভাবেই আমরা দেশ পরিচালনা করবো। জনগণ যদি শরিয়াহ আইন চায়, তাহলে আমরা শরিয়াহ আইনেই দেশ পরিচালনা করবো। তিনি আরও বলেন, আপনাদের দোয়া, সমর্থন ও সহযোগিতায় এ অঞ্চলের সামগ্রিক উন্নয়ন, মানবিক সেবা, শান্তি ও সমৃদ্ধির এক নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যয় ব্যক্ত করছি।
তিনি আরো বলেন, আমাদের এলাকায় দীর্ঘদিন ধরে চলা শিক্ষা, বেকারত্ব, কৃষিখাতের অব্যবস্থাপনা, পর্যাপ্ত স্বাস্থ্যসেবার অভাব এবং গোষ্ঠীগত দ্বন্দ্ব এই সকল সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে আমি উন্নয়নমুখী ১০ দফা ইশতেহার ঘোষণা করছি।
১০ দফা ইশতেহারঃ শিক্ষা উন্নয়নঃ গোপালগঞ্জ-২ হবে শিক্ষায় অগ্রগামী। কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নঃ যুবকের হাতে কাজ, পরিবারের মুখে হাসি। কৃষি ও কৃষক উন্নয়নঃ কৃষকের ঘরে সমৃদ্ধি। স্বাস্থ্যসেবা ঃ সবার জন্য সহজলভ্য ও মানবিক চিকিৎসা। অবকাঠামো ও জনসেবাঃ সুশাসন ও দুর্নীতিমুক্ত প্রশাসন। সামাজিক উন্নয়ন ও মানবিক সহায়তা। গোষ্ঠীগত দ্বন্দ্ব, সহিংসতা ও রক্তপাত বন্ধে শান্তিসম্প্রীতির উদ্যোগ। সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতকরণ। শিক্ষা, কর্মসংস্থান ও সকল ক্ষেত্রে নারীর সুরক্ষা ও অধিকার।
এসময় গোপালগঞ্জ-২ আসনের ১১ দলীয় জোটের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সুরা সদস্য মুফতি মোরতাযা হাসান, সদস্য সচিব মুফতি আহমদুল্লাহ, জেলা প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী ইজহারুল ইসলাম, খেলাফত মজলিসের সহ-সভাপতি মুফতি আবুল ফাতাহ, বাংলাদেশ খেলাফত মজলিসের উপদেষ্টা মুফতি ম্সাউদুর রহমান, ওমাওলানা ওমার ফারুক উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION