
কালরে খবরঃ
গোপালগঞ্জে বোরো ২৮ জাতের চালকে সুপার মিনিকেট নাম দিয়ে অধিক মূল্যে বিক্রি, একশত বস্তা চাল মজুদ ও দুইশত খালি বস্তা রাখার অপরাধে মেসার্স পার্থ রাইচ মিলের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গোপালগঞ্জের সহকারী পরিচালক শামীম হাসান এ জরিমানা করেন।বৃহস্পতিবার (২৫ আগস্ট) এ অভিযান পরিচালিত হয়।

এ ব্যাপারে সহকারী পরিচালক শামীম হাসান জানান, গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুরে মেসার্স পার্থ রাইচ মিলে অন্য চাল সুপার মিনিকেট নামে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে অধিক মূল্যে বিক্রি করা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযান কালিন সময় ওই মিল থেকে অধিক মূল্যে চাল বিক্রি, একশত বস্তা চাল মজুদ ও দুই’শ খালি বস্তা জব্দ করা করা হয়। যা আইন পরিপন্থি। এসব বস্তায় মূল্য তালিকা ও অনুমোদন না থাকায় পার্থ রাইচ মিলের মালিক তপন বিশ্বাসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সে দীর্ঘ দিন ধরে ক্রেতাদের সাথে এভাবে প্রতারনা করে আসছিলেন বলেও জানান সহকারী পরিচালক। আর জব্দকৃত বস্তা নিয়ে আসা হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION