
টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কে বা কারা কমিটিতে নাম দিয়েছে তা আমি জানিনা বলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইউনিয়ন কৃষক লীগের এক নেতা।গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) রাতে উপজেলার পাটগাতী গ্রামের বাড়িতে সংবাদ সম্মেলন করে এই পদত্যাগের ঘোষণা দেন তিনি। পদত্যাগকারী ব্যক্তি রাখাল সরকার পাটগাতী ইউনিয়ন কৃষক লীগের সহ-দপ্তর সম্পাদক ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমার অজান্তে আমাকে পাটগাতী ইউনিয়ন কৃষকলীগের সহ দপ্তর সম্পাদক পদে রেখেছিলো বলে সম্প্রতি জানতে পেরেছি। কিন্তু আমি কখনোই কোন রাজনীতির সাথে যুক্ত ছিলাম না। কারন আমরা পূর্বপুরুষ থেকেই ব্যবসায়ী। ইউনিয়ন কৃষকলীগের কমিটিতে কে বা কারা আমার নাম দিয়েছে তাও জানিনা। তাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কৃষকলীগ সহ আওয়ামী লীগের যে কোন পদে যদি আমার নাম থেকে থাকে তাহলে সব ধরনের পদ-পদবী থেকে স্বেচ্ছায় ও সজ্ঞানে পদত্যাগ করলাম।সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION