
কালের খবরঃ
গোপালগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ হল রুমে এই সভার অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রে সঠিকভাবে ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরে আসতে পারবে কিনা, এমন আশঙ্কা প্রকাশ করেন বেশ কিছু বক্তা। তাদের আশ্বস্ত করে অনুষ্ঠানের বিশেষ অতিথি পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ বলেন, বিগত ৫ আগস্টের পর গোপালগঞ্জে উল্লেখযোগ্য তিনটি ঘটনা ছাড়া জেলার আইন-শৃঙ্খলা দেশের অন্যান্য জেলার তুলনায় অনেক ভালো রয়েছে। তবে কিছু ওয়েব পোর্টাল ও সোশ্যাল মিডিয়া অপপ্রচার ছড়িয়ে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করেছে।

তিনি আরও বলেন, যেকোনো এলাকায় কোনো খারাপ ঘটনা ঘটলে, দয়া করে মব তৈরি করে আইন নিজের হাতে তুলে নিবেন না। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানালে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। তিনি আরো জানান, গোপালগঞ্জে মোট ৩৯৭টি ভোটকেন্দ্র রয়েছে এবং এসব কেন্দ্রে অন্যান্য সময়ের তুলনায় দ্বিগুণ পুলিশ, আনসার, সেনাবাহিনী দায়িত্ব পালন করবেন। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা নেই এবং নির্বাচনের দিন মানুষ নিরাপদে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারবেন।
গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কৌশিক আহমেদ এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান। গোপালগঞ্জ সেনা ক্যাম্পের কমান্ডার মেজর জুভেন ওয়াহীদ, জেলা নির্বাচন অফিসার মোঃ অলিউল ইসলাম।

এছাড়া গোপালগঞ্জ সদর থানার ওসি মোঃ আনিসুর রহমান, সদর উপজেলা নির্বাচন অফিসার অনিমেষ কুমার বসু, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলা শিক্ষা কর্মকর্তাবৃদ, শিক্ষকগণ এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ আরিফ-উজ-জামান তার বক্তব্যে বলেন, নির্বাচন করা সকলের সাংবিধানিক অধিকার। তবে, সেই অধিকার প্রয়োগের সময় যেন কোনো বিভেদ সৃষ্টি না হয় এবং কেউ যেন নিয়মের বাইরে কোনো কাজ না করে। জেলা রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে শতভাগ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি, ১০০% ফ্রি ও ফেয়ার নির্বাচন অনুষ্ঠিত হবে।
Design & Developed By: JM IT SOLUTION