
কালের খবরঃ
গোপালগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় ব্যাটারী চালিত ভ্যানের যাত্রী বাবুল শরীফ (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।এতে ভ্যান চালক সহ অন্তত ৫ জন আহত হয়।আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুর বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত বাবুল শরীফ গোপিনাথপুর এলাকার বেলায়েত শরীফের ছেলে।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ওসি মোঃ মাকসুদুর রহমান মুরাদ জানান, গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকা থেকে ব্যাটারী চালিত ভ্যানে করে গোপিনাথপুর এলাকায় যাচ্ছিলেন বাবুল শরীফ সহ আরো ৫যাত্রী। ভ্যানটি গোপিনাথপুর এলাকায় পৌঁছালে বিপরীতমুখি একটি মাইক্রোবাস তাদের ধাক্কায় দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে বাবুল শরীফ সহ অন্তত আরো ৬ যাত্রী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বাবুল শরীফকে মৃত ঘোষণা করেন। বাকী আহতদের মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
Design & Developed By: JM IT SOLUTION