
কালের খবরঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন জেলার দুই আলোচিত মুখ এম. এইচ. খান মঞ্জু ও আশরাফুল আলম শিমুল। এম. এইচ. খান মঞ্জু গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি এবং আশরাফুল আলম শিমুল মুকসুদপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মুকসুদপুর পৌরসভার মেয়র ছিলেন।
এছাড়া, গোপালগঞ্জের তিনটি সংসদীয় আসনে আরো ৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। আজ রবিবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে তারা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান এবং সহকারী রিটার্নিং অফিসার ও মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহামুদ আশিক কবিরের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন, গোপালগঞ্জ-০১ আসন থেকে স্বতন্ত্রপ্রার্থী আশরাফুল আলম শিমুল এবং এম. আনিসুর ইসলাম, গোপালগঞ্জ-০২ আসন থেকে স্বতন্ত্রপ্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি এম. এইচ. খান মঞ্জু এবং সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া, এবং গোপালগঞ্জ-০৩ আসন থেকে স্বতন্ত্রপ্রার্থী মোঃ হাবিবুর রহমান ও এনপিপি থেকে শেখ সালাউদ্দিন মনোনয়নপত্র দাখিল করেছেন।মনোনয়নপত্র দাখিলের সময় রিটার্নিং অফিসারের কার্যলয়ের সামনে প্রার্থীদের কর্মী-সমর্থকরা ভিড় করে।

উল্লেখ্য, আশরাফুল আলম শিমুলের একটি পারিবারিক ঐতিহ্য রয়েছে। তার বাবা খায়রুল বাকী মিয়া ১৯৮৫ সালে মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান থাকা অবস্থায় এলাকার ব্যাপক উন্নয়নমূলক কাজ করেন। এর কারণে উপজেলা জুড়ে তার সুনাম ছড়িয়ে পড়ে। পিতার সুনাম এবং ব্যক্তিগত ইমেজকে পুঁজি করে আশরাফুল আলম শিমুল ২০০৯ সালে উপজেলা ভাইস-চেয়ারম্যান ও ২০১৪ সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। এ পর্যন্ত তিনি যতগুলো নির্বাচনে অংশ নিয়েছেন, কোন নির্বাচনেই তিনি পরাজিত হননি। নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়েও তিনি প্রতিটি নির্বাচনে বিজয়ী হয়েছেন।
বিএনপি থেকে এই আসনে সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন এবং তিনি মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান ছিলেন। এছাড়া, আশরাফুল আলম শিমুল সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান এবং মুকসুদপুর পৌর মেয়র ছিলেন।তিনি মনোনয়নপত্র জমা দেওয়ার মাধ্যমে বিএনপি সহ অন্যান্য প্রার্থীদের কঠিন প্রতিযোগিতার মধ্যে পড়তে হবে বলে অভিজ্ঞ মহল মনে করছেন।
পরে নির্বাচনী পরিবেশ নিয়ে এক প্রশ্নের জবাবে শিমুলের ছোট ভাই ব্যারিস্টার সবুজ বলেন, মুকসুদপুর-কাশিয়ানীর লোকজন সব সময়ই তাদের সাথে ছিলেন। আগামীতেও তাদের সাথে থাকবেন বলে আশা ব্যক্ত করেন। আর তা আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোটাররা প্রমাণ করে আগামীকাল সোমবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। আজ রোববার পর্যন্ত ৩৯টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে বলে জেলা রিটার্নিং অফিসারের দপ্তর সূত্রে জানা গেছে।
Design & Developed By: JM IT SOLUTION