
কালের খবরঃ
গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে দলীয় কার্ক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি ও দলীয় পদ পদবী থেকে পদত্যাগ করেছে ২৭ নেতাকর্মী। চলতি সপ্তাহে প্রতিদিন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পদত্যাগের ধারা অব্যাহত রয়েছে।
আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকালে ও গত সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলার টুঙ্গিপাড়া প্রেসক্লাবে ও মুকসুদপুর উপজেলার মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবে পৃথক সংবাদ সম্মেলন করে এসব নেতারা পদত্যাগ করেন।
পদত্যাগকারী নেতারা হলেন, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাজী আশরাফুল ইসলাম টিটো, ৭ নং ওয়ার্ডের সহসভাপতি আব্দুস সাত্তার শেখ, সহসভাপতি মোঃ ইলিয়াস শেখ (ইলি), যুবলীগের সদস্য জাহিদুল ইসলাম।
মুকসুদপুর উপজেলার খান্দারপাড় ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মোঃ কাবুল শেখ, শ্রম বিষয়ক সম্পাদক ইদ্রিস শেখ, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মোঃ হাফিজুর রহমান, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি বিকাশ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক পটু লস্কর, সাংগঠনিক সম্পাদক নূর ইসলাম মোল্যা, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান চুন্নু, সাধারণ সম্পাদক নাসির শেখ, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মহিউদ্দীন খন্দকার আলো, সদস্য, খন্দকার ইমাম হোসেন ও নিরোদ বিশ্বাস, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আজাদ শেখ ও সদস্য রাসেল শেখ আদাড়ি।
খান্দারপাড়া ইউনিয়ন ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, মন্টু চন্দ্র বিশ্বাস, কোষাধ্যক্ষ মোঃ ইমারত শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক লিটন শেখ, সহসভাপতি বৃন্দাবন বিশ্বাস, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল শেখ, শ্রমিকলীগের সহসভাপতি মোঃ ইমারত খোন্দকার। ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন রাকিব, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোক্তার ফকির ও সহসভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন।
আজ মঙ্গলবার বিকালে টুঙ্গিপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেন টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক কাজী আশরাফুল ইসলাম টিটো। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি কখনো জীবনে কোন রাজনীতির সাখে জড়িত ছিলাম না। আমি ঢাকায় ব্যবসা করি। বর্তমানে আমি জানতে পারি টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক পদ দেয়া হয়িছিলো। কিন্তু শারীরিক সমস্যার কারনে কখনো রাজনীতি করা হয়নি। আমার মাও খুবই অসুস্থ। ফলে আমার পক্ষে রাজনীতি করা বা কোন সংগঠনের সাথে থাকা সম্ভব নয়। ফলে আমি স্বেচ্ছাসয় পৌর আওয়ামী লীগের সদস্যপদসহ সকল পদ থেকে পদত্যাগ করছি।
অপরদিকে, দুপুরে টুঙ্গিপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেছেন পৌর আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি আব্দুস সাত্তার শেখ ও মোঃ ইলিয়াস শেখ (ইলি) এবং যুবলীগের সদস্য জাহিদুল ইসলাম।
লিখিত বক্তব্যে পৌর আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি আব্দুস সাত্তার শেখ বলেন, ব্যক্তিগত কারণ ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে আমরা স্বেচ্ছায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল পদ থেকে পদত্যাগ করছি।
সহ-সভাপতি মোঃ ইলিয়াস শেখ বলেন, আমরা কখনো রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত ছিলাম না। আমাদেরকে যে কমিটিতে রাখা হয়েছিল, তা আমাদের জানা ছিল না। তাই আমরা স্বেচ্ছায় পদত্যাগ করছি।
যুবলীগের সদস্য জাহিদুল ইসলাম বলেন, আমি নিজেই জানিনা যে যুবলীগে আমাকে কোন কমিটিতে সদস্য করা হয়েছে। তারপরেও আমি রাজনীতি করতে চাই না। তাই উপস্থিত গণমাধ্যম কর্মীদের সামনে টুঙ্গীপাড়া প্রেসক্লাবে উপস্থিত হয়ে যুবলীগের সদস্যপদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।
অপরদিকে, সকালে মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন মুকসুদপু উপজেলার খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী। ১৪ জনের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে খন্দকার ইমাম হোসেন জানান, মুকসুদপুরের খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে আমরা দায়িত্বরত ছিলাম। আমাদের ব্যক্তিগত সমস্যার কারণে আমরা স্বেচ্ছায় আওয়ামীলীগের প্রাথমিক সদস্যসহ সকল পদ-পদবী থেকে পদত্যাগ করছি। আজ থেকে আমাদের সংগে আওয়ামীলীগের আর কোন সম্পর্ক নেই।
অন্যদিকে,গত সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে মুকসুদপুরের খান্দারপাড় ইউনিয়ন আওয়ামী লীগের আরো ৯ নেতা দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। ৯ জনের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে মোঃ বিল্লাল শরীফ। এসময় তিনি বলেন মুকসুদপুরের খান্দারপাড় ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্বরত ছিলাম। আমাদের ব্যক্তিগত সমস্যার কারণে আমরা স্বেচ্ছায় আওয়ামী লীগের প্রাথমিক সদস্যসহ সকল পদ-পদবী থেকে পদত্যাগ করছি। আজ থেকে আমাদের সংগে আওয়ামী লীগের আর কোন সম্পর্ক নেই।
Design & Developed By: JM IT SOLUTION