
কালের খবরঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের তিনটি আসন থেকে জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় মনোনীত তিন প্রার্থীসহ ৫ প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এ নিয়ে জেলার তিনটি আসনে আজ মঙ্গলবার পযর্ন্ত ২১জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করলেন। এর মধ্যে দুইজন গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি রয়েছেন। তারা স্বতন্ত্র হিসেবে ফরম সংগ্রহ করেছেন।
জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে গোপালগঞ্জ-০১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রাপ্ত প্রার্থী সেলিমুজ্জামান সেলিমের পক্ষে জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকউজ্জামান, গোপালগঞ্জ-০২ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী ডাঃ কে এম বাবর আলী ও গোপালগঞ্জ-০৩ আসনের প্রার্থী এসএম জিলানীর পক্ষে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব কাজী আবুল খায়ের মনোয়ন ফরম সংগ্রহ করে। এসময় বিএনপির দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া, গোপালগঞ্জ-০২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে রনি মোল্যা ও মশিউর রহমান মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ রিপোর্ট লেখা পযর্ন্ত গোপালগঞ্জের তিনটি সংসদীয় আসন থেকে বিএনপি, এনসিপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার, গণফোরাম ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ২১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে গোপালগঞ্জ-০২ আসন থেকে বিএনপি প্রার্থী ডাঃ কে এম বাবর আলী বলেন, আমি যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হই তাহলে সর্বপ্রথম সাধারন মানুষের দ্বোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিবো। স্বাস্থ সেক্টরে বিপ্লব ঘটাতে চাই। শিক্ষা ব্যবস্তার আমুল পরিবর্তন করতে চাই। বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান করতে চাই।
গোপালগঞ্জ জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকউজ্জামান বলেন, গোপালগঞ্জের তিনটি আসনের প্রার্থীরা পরীক্ষিত সেনা। যোগ্য হিসাবেই তাদের মনোনয়ন দিয়া হয়েছে। দলের দুর্দিনে তারা নেতাকর্মীদের পাশে ছিলো। তারা সাধারন মানুষের মন জয় করতে পেয়েছেন। আশাকরি আগামী নির্বাচনে সাধারন ভোটারা ভোট দিয়ে বিএনপির প্রার্থীদের জয়যুক্ত করে এলাকার উন্নয়নের ধারা ঠিক রাখবে।
Design & Developed By: JM IT SOLUTION