
কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের ১ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মুকুল খন্দকার পদত্যাগ করে যুবদলে যোগদান করেছেন।
আজ সোমবার রাতে উপজেলার রাধাগঞ্জ ইউনিয়ন বিএনপি অফিসে এক অনাড়ম্বর অনুষ্ঠানে কোটালীপাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব কাগজের মালা গলায় পরিয়ে মোঃ মুকুল খন্দকারকে বরণ করে নেন।
পদত্যাগকারী মোঃ মুকুল খন্দকার তার লিখিত বক্তব্যে বলেন, আমি দীর্ঘদিন ধরে রাধাগঞ্জ ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। কিন্তু আওয়ামী রাজনীতির আদর্শের সঙ্গে আমার ব্যক্তিগত আদর্শের মিল না থাকায় আমি যুবলীগের সাধারণ সম্পাদকের পদ ও আওয়ামী লীগের সবধরনের কার্যক্রম থেকে অব্যাহতি নিলাম। সেই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুবদলে যোগদান এবং তাদের সকল রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের ঘোষণা দিচ্ছি।
এ সময় উপজেলা যুবদলের আহ্বায়ক রঞ্জন মল্লিক, রাধাগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নাসির ফকির, রাধাগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি
Design & Developed By: JM IT SOLUTION