
কালের খবরঃ
গোপালগঞ্জ – ২ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া ডাঃ কে এম বাবরকে নিয়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে, দলের অন্যান্য মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে। ইতোমধ্যে, এই বিতর্কটি প্রকাশ্যে প্রতিবাদ কর্মসূচীতে রূপ নিতে শুরু করেছে।
বিএনপির আহবায়ক কমিটির সদস্য ডাঃ কে এম বাবর তার নিজস্ব স্টাইলে নির্বাচনী এলাকার জনসংযোগ এবং সভা-সমাবেশ চালিয়ে যাচ্ছেন। কিন্তু তার প্রতিপক্ষ হিসেবে মাঠে নেমেছেন জেলা বিএনপির সাবেক তিনবারের সভাপতি এম সিরাজুল ইসলাম সিরাজ।
গোপালগঞ্জ-২ আসনে বিএনপির হয়ে তিনবার নির্বাচনে অংশগ্রহণকারী সিরাজুল ইসলাম সিরাজ আজ শুক্রবার সরাসরি মাঠে নেমেছেন। তিনি শুক্রবার বিকেলে তিনশতাধিক নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে গণসংযোগ করেছেন। তার মোটর শোভাযাত্রাটি গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় ও ভেন্নাবাড়ি হয়ে জেলা সদরের প্রেস ক্লাবের সামনে শেষ করে। গণসংযোগ কালে তিনি বিএনপির লিফলেট বিতরণ করেন।

এসময় সিরাজুল ইসলাম সিরাজ বলেন, বিগত ১৭ বছর আমি মাঠে থেকে কাজ করেছি, নির্যাতন সহ্য করেছি, কিন্তু আজ যাকে মনোনয়ন দেয়া হয়েছে, তাকে মাঠে দেখা যায়নি। এমন একজনকে মনোনয়ন দেওয়া হলো, যিনি গত ১৫ বছর ধরে দলের কোন কার্যক্রমে অংশ নেননি।তিনি আরও আশা প্রকাশ করেন, এই মনোনয়ন পুনরায় বিবেচনা করা উচিত এবং আমি বিশ্বাস করি, দল আমাকে মূল্যায়ন করে আমাকে মনোয়ন করবেন।
Design & Developed By: JM IT SOLUTION