
টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
আওয়ামী লীগের “শার্টডাউন” কর্মসূচির ঘটনায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় ৪৬ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে।এ মামলায় টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক সাজেদুর রহমান সোহাকে প্রধান আসামী করে ২১ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনাম ২৫ জনকে আসামী করা হয়েছে। গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে টুঙ্গিপাড়া থানায় সন্ত্রাস বিরোধী আইনে এ মামলা দায়ের করা হয়। টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহেদুল ইসলাম জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, গত ১৭ নভেম্বর শেখ হাসিনার মৃত্যুদন্ডের রায়কে কেন্দ্র করে টুঙ্গিপাড়া উপজেলার কয়েকটি স্থানে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আওয়ামী লীগ ও তাদের সহযোগি সংগঠনের নেতাকর্মিরা। এ ঘটনায় টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মনির হাসান বাদি হয়ে এ মামলা দায়ের করেন।
Design & Developed By: JM IT SOLUTION