
কালের খবরঃ
গোপালগঞ্জে মৃদু ভু-কম্পন অনুভূত হয়েছে। আজ শুক্রবার আনুমানিক সকাল ১০টা ৩৮ মিনিটে এ ভু-কম্পন অনুভূত হয়। ৫ দশমিক ৫ মাত্রার ভূ-কম্পন ৫ সেকেন্ড স্থায়ী এ ভু-কম্পনে মানুষ ভয়ে বাড়ী-ঘর থেকে দৌড়ে বেরিয়ে আসে। মানুষ আতংকিত হয়ে পড়ে। তবে, কোন ক্ষয়ক্ষতির সংবাদে এখনও পাওয়া যায়নি।শহরের নবীনবাগ নিবাসী জান্নাতুল কবীর রাতুল বলেন, আমি টেবিলে বসে পড়াশোনা করছিলাম। হঠাৎ আমাদের বিল্ডি সহ চেয়ার টেবিলে মনে হলো ঘুরছে। পরে আমরা বাসার সবাই দৌড়ে বাসা থেকে নিচে নেমে আসি। এতে সবার মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
বটতলা রোডের বাসিন্দা প্রিয়ম মন্ডল বলেন, আমি খাটে শুয়ে ছিলাম । মনে হচ্ছে আমাকে ঝাকি দিয়ে দোল দেচ্ছি। প্রত্যাশা মন্ডল বলেন, আমি লেখাপড়া করছিলাম। হঠাৎ টেবিল চেয়ার কাপছে। ঘরের আসবাবপত্র ও থালাবাটি ঝনঝন করছে। জানালা দিয়ে দেখি মানুণ দৌড়ে বাইরে যাচ্ছে।
জেলা শহরে সৈয়দ আকবর হোসেন বলেন, আমি অফিসে ছিলাম। হঠাৎ ভু-কম্পন অনুভূত হলে আমি সহ সবাই দৌড়ে বেরিয়ে যায়। সবাই বিল্ডি থেকে রাস্তায় অবস্থান নেই। এতে মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। মানুষ ভয়ে দৌড়া দৌড়ি করে। ফলে জেলা জুড়ে আতংক ছড়িয়ে পড়ে।
Design & Developed By: JM IT SOLUTION