
কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভাঙ্গাড়ি টোকাতে গেয়ে একটি পরিত্যাক্ত ককটেল বিস্ফোরণের ঘটনায় লালমোন নেছা (৫৫) নামে এক নারী আহত হয়েছেন। তিনি কোটালীপাড়া উপজেলার চৌরখুলি গ্রামের আশরাফ আলী সরদারের স্ত্রী।
আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যার আগে রাধাগঞ্জ এলাকার বিভিন্ন স্থান থেকে ভাঙ্গাড়ি সংগ্রহ করে রাধাগঞ্জ কুড়েঘর রেস্টুরেন্টের ২৫-৩০ ফুট দূরে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় তিনি টোকানো মালামাল নিয়ে নড়াচড়া করলে হঠাৎ একটি গোলাকৃতির বস্তু হাতে পায়। সেটি নিয়ে নাড়াচাড়া করতে গিয়ে বিস্ফোরিত হয়। এতে তার বাম হাতের ২/৩টি আঙ্গুল গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়ে রক্তক্ষরণ শুরু হয়।

রাধাগঞ্জ কুড়েঘর রেস্টুরেন্টের মালিক মুকুল ফকিরের ছেলে হৃদয় ফকির বলেন, হোটেলের কাছেই ওই মহিলা ভাঙ্গাড়ি নিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ প্রচন্ড শব্দ শুনে বাইরে গিয়ে দেখি, তিনি আহত অবস্থায় পড়ে আছেন। পরে তাকে দ্রুত কোটালীপাড়া হাসপাতালে পাঠানো হয়।
কোটালীপাড়া ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের চিকিৎসক ডা. আবির আহম্মেদ জানান, ককটেল জাতীয় কিছু বিস্ফোরিত হয়ে ওই নারী আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
এ বিষয়ে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দোকার হাফিজুর রহমান জানান, পরিত্যাক্ত ককটেল বিস্ফোরণের ফলে এক নারী আহত হয়েছেন। তার চিকিৎসা চলছে, এবং আমরা বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
Design & Developed By: JM IT SOLUTION