
মুকসুদপুর প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে পঞ্চম শ্রেণির শিশু নিহত হয়েছে। আজ বুধবার (১৯ নভেম্বর) রাত আড়াইটার সময় উপজেলার দিগনগর ইউনিয়নের বরইহাট গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ইয়াসিন শেখ বরইহাট গ্রামের আশরাফ শেখের ছেলে।এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে নিশ্চিত করেছেন মুকসুদপুর থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরইহাট গ্রামের জয়নাল শেখের নতুন বাড়ির উঠানে গ্রামের শিশু-কিশোররা ব্যাডমিন্টন খেলার জন্য মাঠ তৈরি করে নিয়মিত খেলা ধুলা করছিল। গত বুধবার রাত আড়াইটার দিকে খেলার জয়-পরাজয় নিয়ে পরাজিত খেলোয়াড় বরইহাট গ্রামের আশরাফ আলী শেখের ছেলে ইয়াসিন শেখকে সেন্ডেল দিয়ে জামাল শেখের ছেলে রিফাত (১৭) কে পাড়া দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রিফাত শেখ ইয়াসিন শেখকে কিল-ঘুষি মারে। পরে ব্যাডমিন্টন খেলার ব্যাট দিয়ে আঘাত করলে ব্যাটের মাথার অংশ ভেঙে কানের নিচে ঢুকে যায়। এতে ইয়াসিন শেখের রক্তক্ষরণ হয়।
পরে স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য রাজৈর হাসপাতালে নিয়ে যায়। সেখানে, অবস্থার অবনতি হওয়ায় পরবর্তীতে ঢাকা মেডিকেলে নেয়ার পথে অ্যাম্বুলেন্সের মধ্যেই সে মারা যায়। উক্ত ঘটনায় রিফাত ও তার পরিবার পলাতক রয়েছে।
এ ব্যাপারে মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত শীতল চন্দ্র পাল জানান, এই ঘটনায় মুকসুদপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION