
কালের থবরঃ
গোপালগঞ্জ-০১ (কাশিয়ানী ও মুকসুদপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুরের বিভিন্ন ইউনিয়নের সাবেক ও বর্তমান ইউপি চেয়ারম্যান ও পৌর মেয়র এবং কাউন্সিলরদের নিয়ে এক মতবিনিময় সভা করেছেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু মিয়া।’তারুণ্য নির্ভর’ আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান সেলিমুজ্জামান। তিনি বলেন, বিএনপির দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের সঠিক মূল্যায়নের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধভাবে ভেদাভেদ ভুলে দলীয় স্বার্থে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, সাধারণ জনগণ আমাকে নির্বাচিত করলে এলাকার সকল সাধারণ মানুষের পাশে থেকে তাঁদের সুখ–দুঃখের অংশীদার হয়ে থাকতে চাই এবং সুখে-দুঃখের সাথি হিসেবে কাজ করতে চাই। আমি নির্বাচিত হলে অসহায় মানুষের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করব এবং দুর্নীতি, মাদক, সন্ত্রাসসহ সব অন্যায়-অনিয়মের বিরুদ্ধে সবাইকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তুলবো।এ সময় মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজুসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান–মেম্বারবৃন্দ উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION