
কালের খবরঃ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ রবিবার সকাল থেকে গোপালগঞ্জ জেলখানা চত্বরসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবির টহল দেখা গেছে। জেলা প্রশাসন কার্যালয়ের জুডিশিয়াল মুন্সীখানা শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান সূত্রে জানা গেছে, জেলার আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং অপ্রত্যাশিত ঘটনা এড়াতে গত শনিবার ৩ প্লাটুন বিজিবি সদস্য পাঠানো হয়েছে। আজ রবিবার থেকে তারা তাদের দায়িত্ব পালন শুরু করেছে। এছাড়া, সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলাবাহিনী জেলা ও উপজেলা সদরসহ বিভিন্ন গ্রামে টহল অব্যাহত রেখেছে।
Design & Developed By: JM IT SOLUTION