
কাশিয়ানী প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে গভীর রাতে সড়কের পাশের গাছ কেটে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধের চেষ্টা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ কর্মী। গত শনিবার রাত আড়াইটার দিকে গোপালপুর বাজার সংলগ্ন ভুলবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন।
গাছ কেটে মহাড়কে ফেললে হঠাৎ করে মহাসড়কের উভয়মুখে যানবাহন চলাচল আটকে যায়। সড়কে ফেলা গাছের সঙ্গে ধাক্কা খায় খুলনা থেকে ঢাকামুখী হামিম পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এতে কেউ হতাহত না হলেও বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
ওসি কামাল হোসেন জানান, রাত আড়াইটার দিকে গোপালপুর বাজারের কাছে নিষিদ্ধ সংগঠনগুলোর কিছু সদস্য গাছ কেটে মহাসড়ক বন্ধের চেষ্টা করে। ঠিক সেই সময় ঢাকাগামী হামিম পরিবহনের বাসটি দুর্ঘটনায় পড়ে। খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ও রাতইল আর্মি ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সড়কে ফেলে রাখা কাটা গাছ সরিয়ে যানবাহন চলাচল নিশ্চিত করে।
Design & Developed By: JM IT SOLUTION