
কালের খবরঃ
নভেম্বর মাসে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখা।
আজ শুক্রবার (১৪নেভেম্বর) বিকেলে শহরের গেটপাড়া এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় লঞ্চঘাট এলাকায় গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন, জেলা জামায়াতের আমীর ও গোপালগঞ্জ-০৩ আসনের প্রার্থী এম. এম. রেজাউল করিম এবং সাবেক আমীর ও গোপালগঞ্জ-০২ আসনের প্রার্থী অ্যাডভোকেট আজমল হোসেন সরদার।
বক্তারা বলেন, আজকে প্রহসনের নির্বাচনের ছক আঁকা হচ্ছে। নির্বাচন নিয়ে যদি কোনো তালবাহানা হয়, গণভোট ছাড়া যদি নির্বাচন দেওয়া হয়, তাহলে দেশের মানুষ তা মেনে নেবে না।
প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তারা আরও বলেন, গণভোট নিয়ে তালবাহানা করলে আপনার যমুনাকে অবরুদ্ধ করা হবে। প্রয়োজনে মহাসমাবেশের মাধ্যমে রাজধানী অচল করে দেওয়া হবে।
Design & Developed By: JM IT SOLUTION