
কালের খবরঃ
গোপালগঞ্জ-০১ (কাশিয়ানী ও মুকসুদপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে ৩১ দফা বাস্তবায়নের ভিত্তিতে জনগণের সব আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হবে। জনগণের সমর্থন নিয়ে নির্বাচিত হলে, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত থাকবে। তিনি আজ শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১১ টায় মুকসুদপুরের পশারগাতি ইউনিয়নের ২ নং ও ৩ নং ওয়ার্ডে তার নির্বাচনী এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ শুরু করেছেন।
সেলিমুজ্জামান সেলিম প্রশাসন ও নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বলেন, আমরা আশাবাদী যে, এবার নির্বাচন হবে নিরপেক্ষ ও সুষ্ঠু। পক্ষপাতিত্বের সুযোগ নেই, এবার ভোটটি জনগণ নিজের ইচ্ছায় যোকে খুশি তাকে দিতে পারে সে ব্যবস্থা করবেন।

সেলিমুজ্জামান সেলিম তার নির্বাচনী এলাকার বিভিন্ন বাজার ও গ্রামাঞ্চলে ভোট প্রার্থনা করেন এবং লিফলেট বিতরণ করেন। এসময় জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, আমি বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর থেকেই এলাকার জনগণের মধ্যে ধানের শীষের পক্ষে বিপুল উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আমরা আশা করছি যে, আসন্ন নির্বাচনে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সংসদে পাঠাবে।
তিনি আরও বলেন, আমি আপনাদের আস্থার মর্যাদা রাখতে চেষ্টী করব। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দেওয়া আস্থার উপর ভিত্তি করে, তাদের কাছ থেকে প্রাপ্ত দিকনির্দেশনা অনুযায়ী কাজ করব। বিএনপির নেতা-কর্মী ও সমর্থকরা একযোগে কাজ করলে, ধানের শীষ নিশ্চয়ই বিজয়ী হবে বলে মন্তব্য করেন তিনি।
এ সময় মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, সাবেক সভাপতি মিজানুর রহমান লিপু, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION