
মুকসুদপুর প্রতিনিধিঃ
গোপালগঞ্জ-০১ (কাশিয়ানী ও মুকসুদপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম তার নির্বাচনী এলাকায় গণসংযোগ করেছেন।
আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে মুকসুদপুরের রাঘদি ইউনিয়ন থেকে শুরু করে গোহালা বাজার, পাইকদিয়া বাজার, বনগ্রাম বাজারসহ বিভিন্ন স্থানে তিনি গণসংযোগ করেন।
গণসংযোগকালে তিনি নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বলেন,
বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে কাশিয়ানী-মুকসুদপুরের ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, অর্থনীতিকে সমৃদ্ধ করা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্যে পরিকল্পিতভাবে কাজ করা হবে।

তিনি আরও বলেন, “আওয়ামী ফ্যাসিবাদ সরকার ক্ষমতা পুনরুদ্ধারের জন্য ‘অদ্ভুত প্রোপাগান্ডা’ ছড়াচ্ছে এবং ‘সন্ত্রাসী পন্থা’ অবলম্বন করে জনগণের ওপর চোরাগোপ্তা আক্রমণ চালাচ্ছে। এর নমুনা গত কয়েক দিন ধরেই দেখা যাচ্ছে। নির্বাচন বিলম্বিত হওয়ায় ওৎ পেতে থাকা স্বৈরাচারের উত্থানের আওয়াজ শোনা যাচ্ছে।”
এ সময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মিজানুর রহমান লিপু, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টুসহ মুকসুদপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Design & Developed By: JM IT SOLUTION