
কালের খবরঃ
আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে গোপালগঞ্জের গণপূর্ত অফিস ও উলপুর গ্রামীণ ব্যাংক শাখায় বেশ কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ সময় গণপূর্ত বিভাগের একটি গাড়িতে আগুন ধরে যায়। আর গ্রামীণ ব্যাংকে নিক্ষিপ্ত বোমায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে শহরের মডেল স্কুল রোডে গণপূর্ত অফিসে এবং রাত ২টা ১০মিনিটে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর গ্রামীণ ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে।
গণপূর্ত অফিস কর্তৃপক্ষ জানায়, আজ ভোরে অজ্ঞাত কেউ গণপূর্ত অফিসের পাশে পার্কিং করা গাড়ির দিকে বেশ কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এর মধ্যে ৮টি বোমা বিস্ফোরিত হয় এবং অবিস্ফোরিত দুটি বোমা পাওয়া যায়। এর ফলে অফিসে থাকা একটি পিকআপ গাড়িতে আগুন লেগে যায়। পরে গণপূর্ত অফিসের কর্মচারীরা দ্রুত পানি ও বালু দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনায় জানাজানি হলে এলাকায় আতঙ্ক দেখা দেয়।
গণপূর্ত অফিসের নৈশপ্রহরী আব্দুর রহিম জানান, ভোর ৪টার পর কে বা কারা অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ করে। শব্দ শুনে আমি এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। মুখে মাক্স পড়া থাকায় তাদের চিনতে পারিনি। এতে একটি গাড়িতে আগুন ধরে যায়, পরে আমরা দ্রুত আগুন নিভিয়ে ফেলি।

গোপালগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বর্ণেন্দু শেখর মন্ডল বলেন, রাতের আধারে দুস্কৃতকারীরা বেশ কয়েকটি পেট্রোল বোমা ছোড়ে। এতে অফিসের একটি পিকআপের ভিতরের অংশ পুড়ে গেছে। এই ব্যাপারে অভিযোগ দেয়ার প্রস্তুতি চলছে।
বৌলতলী পুলিশ ফাঁড়ির এক পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার সর্তে জানান, রাত ২টা ১০ মিনিটে দুস্কৃতিকারীরা প্লাস্টিক বোতলে পেট্রোল ভর্তি ৬টি পেট্রোল হাতবোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এ সময় ১টি বিস্ফোরিত হয়, বাকী পাঁচটি অবিস্ফোরিত থাকে। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আমল বলেন, বিষয়গুলো আমি সকাল ১০টার দিকে জানতে পেরেছি। এখন পর্যন্ত গণপূর্ত কর্তৃপক্ষ বা গ্রামীণ ব্যাংক আমাদের মৌখিক বা লিখিত কিছু জানায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে গোপালগঞ্জ জেলা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION