
কালের খবরঃ
২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় সংঘটিত পল্টন হত্যাকাণ্ডের প্রতিবাদে, খুনি সন্ত্রাসীদের বিচার ও ১৪ দল নিষিদ্ধের দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখা।
আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে গোপালগঞ্জ এস, কে আলিয়া মাদ্রাসা থেকে একটি বিক্ষোভ মিছিল করে জামায়াতের নেতাকর্মীরা। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন লঞ্চঘাট এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ। সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাবেক আমির ও গোপালগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আজমল হোসেন সরদার, গোপালগঞ্জ-৩ আসনের প্রার্থী ও জেলা আমির অধ্যাপক রেজাউল করিম, এবং জেলা সেক্রেটারি আল মাসুদ খান। এসময় জেলা জামায়াতের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, ১৪ দলীয় জোটের ক্ষমতা ছাড়ার আগে ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সমাবেশ করছিল জামায়াতে। এতে আওয়ামী ও ১৪ দলের নেতার্মীরা লাগি-বৈঠা নিয়ে হামলা চালায়। দীর্ঘ দিন পার হলেও এ হামলার বিচার হয়নি। যারা নেতাদের হত্যা করেছে, তাদের দ্রুত বিচার করতে হবে। তারা আল্লাহর আইন প্রতিষ্ঠা ও শান্তিপূর্ণ রাজনৈতিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
Design & Developed By: JM IT SOLUTION