
টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ৫৫ বছর বয়সী এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৫ জন।আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার রামচন্দ্রপুর এলাকার (গোপালগঞ্জ-ঢাকা) মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনার পর বাসের চালক ও তার সহকারী পালিয়ে যায়।
নিহত পথচারী টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নের রামচন্দনপুর এলাকার মৃত মঈন উদ্দিন লস্করের ছেলে আলমগীর লস্কর (৫৫)।এতথ্য নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর,যাত্রীদের বরাত দিয়ে বলেন, ৫৫ বছর বয়সী আলমগীর লস্কর রামচন্দনপুর বটতলা মসজিদ থেকে জোহরের নামাজ পড়ে রাস্তা পার হচ্ছিলেন। তখন পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ওয়েলকাম এক্সপ্রেসের একটি গাড়ির সামনে হঠাৎ আলমগীর চলে আসে। তখন তাকে বাঁচাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মেরে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই আলমগীরের মৃত্যু হয়। এঘটনায় কমপক্ষে ৫ জন যাত্রী আহত হয়েছে। চালক ও হেলপার দূর্ঘটনার পর পালিয়ে গেছে।
ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি আটক করেছে। আর মরদেহ উদ্ধার করেছে। এঘটনার পর প্রায় ১ ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION