
কালের খবরঃ
জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন সহ ৫ দফা দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইসলামি আন্দোলন বাংলাদেশ, গোপালগঞ্জ জেলা শাখা।আজ সোমবার (২৭ অক্টোবর) বেলা ১১ টার শহরের লঞ্চঘাট এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মওলানা তসলিম হুসাইন সিকদারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।এসময় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে আয়োজনের দাবি জানান।এছাড়া ইস্কন নিষিদ্ধের দাবীও তোলেন বক্তারা।পরে সেখান থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট মসজিদ এলাকায় গিয়ে শেষ হয়। এসময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION