
কালের খবরঃ
গোপালগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও সমাবেশ করেছে জেলা যুবদল নেতা-কর্মিরা।আজ সোমবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় জেলা শহরের বিসিক ব্রীজ এলাকা থেকে একটি আনন্দ র্যালী বের করে জেলা যুবদল।

র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গেয়ে শেষ হয়।পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জেলা যুবদলের সভাপতি রেয়াজউদ্দিন লিপটন বক্তব্য রাখেন।জেলার অন্যান্য উপজেলোতে ও অনুরুপ কর্মসূচী পালন করা হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION