
কালের খবরঃ
গোপালগঞ্জে গণঅধিকার পরিষদের জেলা কমিটি ঘোষণার ৭২ ঘন্টার মধ্যে ৭৯ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি, সাংগঠনিক সম্পাদক সহ ৫৯ সদস্য পদত্যাগ করেছেন।গতকাল রোববার (২৬ অক্টোবর) নবগঠিত জেলা শাখার সভাপতি মো. আল আমিন সরদার, সাংগঠনিক সম্পাদক কে.এম নাজমুল ইসলাম সহ জেলা কমিটির ৫৯ নেতা পদত্যাগের ঘোষণা দিয়ে কেন্দ্রীয় কমিটির কাছে ই-মেইলের মাধ্যমে চিঠি দিয়েছেন।
আজ সোমবার (২৭ অক্টোবর) সাংবাদিকদের কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন দলটির গোপালগঞ্জ জেলা কমিটির সভাপতি মোঃ আল আমিন সরদার।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গণঅধিকার পরিষদ (জিওপি) গোপালগঞ্জ জেলার নবঘোষিত কমিটি গঠনের পর থেকেই দলীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। নতুন কমিটির সভাপতি আল-আমীন সরদার ও সাংগঠনিক কে,এম নাজমুল ইসলাম সহ মোট ৭৯ সদস্যবিশিষ্ট এই কমিটির মধ্যে ৫৯ জন সদস্য পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।উল্লেখ্য, গত শুক্রবার ( ২৪ অক্টোবর) ৭৯ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি।
Design & Developed By: JM IT SOLUTION