
কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জে কোটালীপাড়া উপজেলায় গণঅধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোটর শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২৬ অক্টোবর) গণঅধিকার পরিষদ কোটালীপাড়া উপজেলা শাখার আয়োজনে তারাশী বাসস্ট্যান্ডে গণঅধিকার পরিষদের অস্থায়ী কার্যালয় চত্বর থেকে একটি মোটর শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয় চত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়।
গণঅধিকার পরিষদ কোটালীপাড়া উপজেলা শাখার আহবায়ক আবুল বশার দাড়িয়া বাসুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় গোপালগঞ্জ জেলা শাখার নব-নির্বাচিত সাধারণ সম্পাদক জালাল দাড়িয়া, ছাত্রঅধিকার পরিষদ কোটালীপাড়া উপজেলা শাখার সভাপতি নাজমুল দাড়িয়া, সাধারণ সম্পাদক বাইজিদ হাওলাদারসহ দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তব্য শেষে কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Design & Developed By: JM IT SOLUTION