কালের খবরঃ
গোপালগঞ্জ-ঢাকা এবং ঢাকা-গোপালগঞ্জ রুটে রেল চলাচলের দাবীতে গোপালগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । আজ শনিবার (১৮ অক্টোবর) সকালে গোপালগঞ্জ রেল স্টেশনে দক্ষিণ বঙ্গের সর্বস্তরের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনকারীদের দীর্ঘ দিনের দাবী অন্তত এক জোড়া ট্রেন এই রুটে চলাচল করলে গোপালগঞ্জ জেলাবাসী সহ আশ-পাশের জেলার বেশকয়েকটি উপজেলার মানুষের যাতায়াতের সুবিধা পাবে।
মানবন্ধনচলাকালে বক্তব্য রাখেন মাওলানা মোঃ ফাওজুল কবির, জামিল আহমেদ, লুৎফর রহমান মোল্লা, গোলাম রসুল প্রমূখ।ইতোপূর্বে গোপালগঞ্জের জেলা প্রশাসক এই রুটে ঢাকার সাথে ট্রেন চলাচলের জন্য রেল কর্তৃপক্ষকে একটি লিখিত পত্র দিয়েছেন।বক্তারা বলেন,গোপালগঞ্জ থেকে ঢাকা রুটে রেল চলাচল করলে জেলাবাসী উপকৃত হবে। এছাড়া রেলের জন্য এটি একটি লাভজনক রুটে পরিনত হবে।
Design & Developed By: JM IT SOLUTION