টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন হাইওয়ে পুলিশের ডিআইজি সালমা বেগম।শুক্রবার (১৯ আগস্ট) দুপুরে পিতা বীর মুক্তিযোদ্ধা লেঃ কর্ণেল (অবঃ) এ কে খানকে সাথে নিয়ে গভীর শ্রদ্ধা জানান হাইওয়ে পুলিশের ডিআইজি সালমা বেগম।
এরপর সহজপাঠ স্কুলের শিক্ষার্থীদের নিয়ে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।এ সময় হাইওয়ে পুলিশের উর্ধতন কর্মকর্তা, সহজপাঠ স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। পরে হাইওয়ে পুলিশের ডিআইজি সালমা বেগম শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে ঘুরে দেখেন। #
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply