কালের খবরঃ
বাড়ি-ভাড়া, চিকিৎসা ভাতা বৃদ্ধি ও ঈদ বোনাস ৭৫ শতাংশে উন্নীত করার দাবিতে গোপালগঞ্জ জেলাও এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। একই সঙ্গে ঢাকা কলেজের শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে টুঙ্গিপাড়া সরকারি কলেজের শিক্ষকরা ক্লাস বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করে।
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) দ্বিতীয় দিনের মতো গোপালগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে দেখা গেছে, শিক্ষকরা নিয়মিতভাবে প্রতিষ্ঠানে উপস্থিত থাকলেও ক্লাস নিচ্ছেন না। শিক্ষার্থীরা বিদ্যালয়ে এলেও পাঠদান না হওয়ায় মাঠে খেলাধুলা করেই সময় কাটাচ্ছে। তবে শহরের কিছু প্রতিষ্ঠানে নিয়মিত শ্রেণিকক্ষে পাঠদান চলানো হয়েছে। এসব প্রতিষ্ঠানের শিক্ষকরা জানান, তারা নীতিগতভাবে আন্দোলনের পক্ষে থাকলেও শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ক্লাস বন্ধ করেননি।
অন্যদিকে, ঢাকা কলেজের শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে টুঙ্গিপাড়া সরকারি কলেজের শিক্ষকরা কালো ব্যাজ ধারণ করে সকাল থেকে কলেজ চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন।
এই কর্মসূচিতে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর সাঈদ মাহমুদ, শিক্ষক পরিষদের সম্পাদক মাসুদ মিয়া, সহকারী অধ্যাপক মিজানুর রহমান, প্রভাষক শফিকুল ইসলাম, প্রদীপ কুমার বিশ্বাস, বাবর আলী মোল্লা, তহমিনা আক্তার রোজী, জুয়েল লস্কর ও রাকিবুল হাসানসহ অন্যান্য শিক্ষকরা।
অধ্যক্ষ প্রফেসর সাঈদ মাহমুদ বলেন, ঢাকা কলেজে শিক্ষকদের ওপর হামলা অত্যন্ত ন্যাক্কারজনক ও লজ্জাজনক। শিক্ষকরা যদি নিজ কর্মস্থলে নিরাপত্তাহীনতায় ভোগেন, তাহলে শিক্ষার্থীদের কীভাবে শিক্ষা প্রদান করবেন? হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তা না হলে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আরও কঠোর আন্দোলনের দিকে যেতে বাধ্য হবো।
উল্লেখ্য, গত ১৩ অক্টোবর (সোমবার) ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন ২০২৫’ দ্রুত বাস্তবায়নের দাবিতে সাত কলেজের শিক্ষার্থীদের পদযাত্রা চলাকালে ঢাকা কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের ধস্তাধস্তি হয় এবং টিচার্স লাউঞ্জে হামলার ঘটনা ঘটে। এতে কয়েকজন শিক্ষক আহত হন। এ ঘটনার প্রতিবাদে দেশজুড়ে শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি ও আন্দোলন চলছে।
Design & Developed By: JM IT SOLUTION