কালের খবরঃ
গোপালগঞ্জে পারিবারিক কলহের জেরে শোভা বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের সৎ ছেলে ফখরুল শেখ (৩৫) কে সন্দেহজনক ভাবে আটক করেছে পুলিশ। নিহত শোভা বেগম গোপালগঞ্জ পৌর এলাকার ফকিরকান্দি গ্রামের বালাম শেখের স্ত্রী।
প্রতিবেশী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার রাতের কোনো এক সময় পারিবারিক কলহের জেরে শোভা বেগম তার স্বামী বালাম শেখ ও সৎ ছেলে ফখরুল শেখের হাতে মারধরের শিকার হন। পরে স্থানীয়রা ও নিহতের সৎ ছেলে ফখরুল তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কিছু সময় চিকিৎসা দেয়ার পর অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার করেন।
রাতেই ঢাকায় নেওয়ার পথে গভীর রাতে (প্রায় ২টার দিকে) গোপালগঞ্জের মুকসুদপুর এলাকায় পৌঁছালে শোভা বেগম মারা যান। পরে নিহতের খালাতো ভাই ইয়াসিন মৃতদেহ ও সৎ ছেলে ফখরুল শেখকে নিয়ে কাশিয়ানী থানায় যান।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোহাম্মদ সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের সৎ ছেলে ফখরুল শেখকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলায় দায়েরের পর আইনগত বরবর্তি ব্যবস্থা গ্রহণ করা হবে।
Design & Developed By: JM IT SOLUTION