কালের খবরঃ
গোপালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন উপলক্ষে র্যালী , আলোচনাসভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সুশাসন চত্বরে শেষ হয়। পরে সেখানে গোপালগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া প্রদর্শন করেন।
গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ শাখা এই কর্মসূচি বাস্তবায়ন করে।এসব কর্মসূচির নেতৃত্ব দেন অনুষ্ঠানের প্রধান অতিথি, জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিশ্বজিত কুমার পালের সভাপতিত্বে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ তারেক সুলতানসহ গোপালগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন, রেডক্রিসেন্ট সদস্য, শিক্ষার্থী এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION