কালের খবরঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাত গাড়ির চাপায় চিকিৎসাধিন অবস্থায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। আজ রবিবার (১২ অক্টোবর) রাতে গোপালগঞ্জ আড়াইশো শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারী মারা যান। গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাকসুদুর রহমান মুরাদ জানান, গতকাল শনিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানি উপজেলার দক্ষিণ ফুকরা এলাকায় অজ্ঞাত বাসের চাপায় ওই নারী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে গোপালগঞ্জ আড়াইশো শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তবে নিহত ওই নারীর নাম পরিচয় এখনো নিশ্চিত করতে পারিনি পুলিশ।
Design & Developed By: JM IT SOLUTION