টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।আজ রবিবার (১২ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জ-পিরোজপুর সড়কের টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নের নীলফা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থী ও স্থানীয়রা প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।
নিহত শিক্ষার্থী উপজেলার বর্নী ইউনিয়নের সিঙ্গিপাড়া গ্রামের মিরাজ শেখের মেয়ে এবং নীলফা বাজারের মর্ডান কিন্ডারগার্ডেন কেজি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় ঘাতক বাসটি পুলিশ হেফাজতে রয়েছে এবং গাড়ির চালক পালিয়ে গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, স্কুল ছুটি হওয়ার পর শিশু ছাত্রী রাস্তা পার হচ্ছিল। এসময় ঢাকা থেকে আসা ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস শিশুটিকে ধাক্কা দিলে সে রাস্তায় পড়ে গিয়ে মাথা ফেটে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গোপালগঞ্জ আড়াইশো শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন।
টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (অপারেশন) খন্দকার আওরঙ্গজেব বলেন, গুরুতর আহত অবস্থায় স্কুলছাত্রী মীমকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা রেফার্ড করেন।
পরে পরিবারের লোকজন তাকে খুলনার গাজী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মীমকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও শিক্ষার্থীরা প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। পরে টুঙ্গিপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি), অতিরিক্ত পুলিশ সুপারসহ স্থানীয় নেতৃবৃন্দের অনুরোধে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
তিনি আরও বলেন, দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে যায়, তবে ঘাতক বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। মরদেহের ময়নাতদন্তের পর তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Design & Developed By: JM IT SOLUTION