কালের খবরঃ
গোপালগঞ্জের বর্ষীয়ান সাংবাদিক, এনটিভি ও আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার মাহবুব হোসেন সারমাতের দাফন সম্পন্ন হয়েছে। আজ শনিবার (১১ অক্টোবর), বাদ জোহর গোপালগঞ্জ আলিয়া মাদ্রাসায় জানাজা নামাজ শেষে গোপালগঞ্জ শহরের গেটপাড়ার পৌর কবরস্থানে, তার মা-বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।
মরহুমের জানাজা ও দাফনে মানুষের ঢল নামে। উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি এফ.ই. শরফুজ্জামান জাহাঙ্গীরসহ বিএনপি,জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এবং গোপালগঞ্জে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
দাফন শেষে সাংবাদিক মাহবুব হোসেন সারমাতের কবরে ফুল দিয়ে গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন ও গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানানো হয়। এসময় সংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রসূন মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক বাদল সাহা, সহ সভাপতি শেখ মোস্তফা জামান, গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের সভাপতি এসএম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক একরামুল কবীর, সাংবাদিক সৈয়দ আকবর হোসেন, সুব্রত বিশ্বাস সজীব, সামিউল আলিম, নুরুল আলম ফয়সালসহ গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
গত শুক্রবার (১০ অক্টোবর) বিকাল ৫টা ৫৫ মিনিটে গোপালগঞ্জ শহরের থানাপাড়ার নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে, ৫ ভাই, ৪ বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মাহবুব হোসেন সারমাত ছিলেন ১০ ভাইবোনের মধ্যে দ্বিতীয়। তাঁর পিতা এসকেন্দার আলী সরদার, গোপালগঞ্জ জজ কোর্টের আইনজীবী ছিলেন।
সাংবাদিক মাহবুব হোসেন সারমাত ৩ দশকের বেশি সময় ধরে গোপালগঞ্জে বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকতা করেছেন। দৈনিক দিনকাল পত্রিকার মাধ্যমে তার সাংবাদিকতা শুরু হয়। এরপর তিনি আমার দেশ ও এনটিভিতে দীর্ঘ বছর ধরে সাংবাদিকতা করেছেন।
Design & Developed By: JM IT SOLUTION