মুকসুদপুর প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৫ অক্টোবর) সকালে মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
পরে, মুকসুদপুর উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাৎ আলী মোল্লা। আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল কাইয়ুম শরীফ, সরকারি এস.জি. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুনিল চন্দ্র মন্ডল, এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।
এই দিনে শিক্ষক সমাজের অবদানের প্রতি সম্মান প্রদর্শন এবং তাদের মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে উদযাপন করা হয়।
Design & Developed By: JM IT SOLUTION