কালের খবরঃ
আলোচনা সভার মাধ্যমে গোপালগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস যৌথভাবে এ দিবসটি পালন করে।আজ রবিবার (৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান।
জেলা শিক্ষা কর্মকর্তা খোঃ রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুলী বিশ্বাস, গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ওহিদ আলম লস্কর, গোপালগঞ্জ ছালেহিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. আবু সাঈদ মোঃ আব্দুল্লাহসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, একজন শিক্ষক সমাজ ও দেশ বদলে দিতে পারে। কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় দক্ষ শিক্ষকের অভাব রয়েছে। শিক্ষকদের দক্ষ করে তুলতে সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন, সেই সঙ্গে শিক্ষকদের মূল্যায়ণ করাও প্রয়োজন।
Design & Developed By: JM IT SOLUTION