কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ঢাকাস্থ কান্দি ইউনিয়ন যুব সংঘের আয়োজনে এক মনোরম পরিবেশে কৃতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও পুরস্কার প্রদান এবং একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার ধারাবাশাইল সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের হলরুমে এই আয়োজনটি অনুষ্ঠিত হয়। যেখানে স্থানীয় শিক্ষার্থীরা তাদের অসাধারণ কাজের জন্য স্বীকৃতি পেলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার এস এম শাহজাহান সিরাজ। এছাড়াও, আলোচনাসভায় সভাপতিত্ব করেন কান্দি ইউনিয়ন যুব সংঘের বিপ্লব বৈরাগী। এতে বক্তব্য দেন সংগঠনটির সাবেক সভাপতি সুমন্ত হালদার, স্বপন দাস, সন্দীপ হালদার, সাংবাদিক প্রশান্ত অধিকারী, মিজানুর রহমান বুলু, সমাজসেবক কাশিনাথ মন্ডল, উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ, শিক্ষক লেলিন হালদার, শিক্ষার্থী জয়ন্ত বৈরাগী এবং স্বর্ণা ঢালী।
আলোচনা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা ৫০ জন কৃতি শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি হিসেবে নগদ অর্থ এবং নানা ধরনের বই পুরস্কৃার হিসেবে তুলে দেন। অনুষ্ঠান শেষে, কৃতি শিক্ষার্থীদের ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়, যা অনুষ্ঠানের ঘরোয়া পরিবেশ আরও প্রাণবন্ত করে তোলে।
Design & Developed By: JM IT SOLUTION